আফগানিস্তানের রাজধানী কাবুলে সোমবার সকালে গোয়েন্দা সংস্থার কার্যালয়ে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
জানা গেছে, তারা দেশটির ন্যাশনাল ডিফেন্স সিকিউরিটি (এসডিএস) কার্যালয়ের সামনে টহলরত ছিলেন। তবে এখন পর্যন্ত হামলার দায় কোনো পক্ষ স্বীকার করেনি। প্রসঙ্গত, এই কার্যালয়কে ঘিরে বহু হুমকি যেমন রয়েছে, তেমনি গত কয়েক মাসে তালেবান জঙ্গিরা হামলা চেষ্টাও চালিয়েছে।
উল্লেখ্য, এর আগে চলতি বছরের মে মাসে দেশটির কূটনৈতিক পাড়ায় বোমা বিস্ফোরণে অন্তত ১৫০ জনের মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/২৫ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ