ভারি তুষারপাতে কিরগিস্তানের প্রধান মহাসড়ক সাময়িকভাবে সংযোগ বিচ্ছিন্ন এবং বেশ কয়েকটি এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় বুধবার একথা জানিয়েছে।
ভারি তুষারপাতের কারণে দেশটির উত্তর ও দক্ষিণাঞ্চলের বিশকেক-ওশ মহাসড়কের সংযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে বলে জানিয়েছেন তথ্য সচিব ইলমিরা শেরিপোভা।
তিনি বলেন, তিনটি যানবাহন তুষারপাতের কবলে পড়েছে তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এছাড়া ভারি তুষারপাতের কারণে বেশ কয়েকটি অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
বিডি প্রতিদিন/২৭ ডিসেম্বর ২০১৭/আরাফাত