নতুুন বছরের আগেই রাশিয়ায় সন্ত্রাস আতঙ্ক সৃষ্টি হয়েছে। রুশ রাজধানী মস্কোর একটি বহুতলে বন্দুকধারীদের হামলার কয়েক ঘণ্টার মধ্যেই ফের রক্তাক্ত পুতিনের দেশ। এবার সেন্টপির্টাসবার্গের কাছে সুপার মার্কেটে ভয়াবহ বিস্ফোরণে আহত হলেন বেশ কিছু সাধারণ নাগারিক। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জানা গেছে, বিস্ফোরণ এলাকার ঘিরে রেখেছে পুলিশ। আকাশ পথে নজরদারি চলছে। আহতদের উদ্ধারে প্রচুর পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। বিস্ফোরণ এলাকা থেকে নমুনা সংগ্রহের কাজ শুরু করা হয়েছে। ইতিমধ্যেই সেন্টপির্টাসবার্গের সুপার মার্কেট চত্বর ফাঁকা করে দেওয়া হয়েছে।
সংবাদ সংস্থা সূত্রে খবর, এই ঘটনার পেছনে আইএস জঙ্গি যোগের প্রমাণ পাওয়া গেছে। তবে, ঘটনার এখনও কেউ দায় স্বীকার করেনি।
সম্প্রতি, ফুটবল বিশ্বকাপে জঙ্গি হামলার হুমকি দিয়েছিল ইসলামিক স্টেট। সেই আশঙ্কা আরও উস্কে দিল বুধবার সকালের বন্দুকধারীদের তাণ্ডব। রুশ রাজধানী মস্কোর একটি বহুতলে হামলা চালায় বন্দুকধারীরা। বেপরোয়া গুলিতে মৃত্যু হয়েছে একজনের। বহুতলে ঢুকে কয়েকজনকে বন্দি করা হয়েছে। রুশ সংবাদ সংস্থা ‘তাস’ এ তথ্য জানিয়েছে। রিপোর্টে বলা হয়েছে, ঘটনাস্থল মস্কোর দক্ষিণ এলাকা। ওই বাড়ি ঘিরে রেখেছে পুলিশ।
বিডি প্রতিদিন/২৮ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ