গুয়েতামালার পর আরও দশটি দেশ তেল আবিব থেকে জেরুজালেমে দূতাবাস স্থানান্তর করতে যাচ্ছে বলে জানিয়েছে ইসরায়েল।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা ১০টির বেশি দেশের সঙ্গে যোগাযোগ করেছে, যারা তাদের দূতাবাস জেরুজালেমে সরিয়ে নিতে চায়।
দেশটির ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী জিপি হোটোভেলি বলেন, ওইসব দেশ এ ব্যাপারে আগ্রহ প্রকাশের পরই তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে কোন কোন দেশ জেরুজালেমে তাদের দূতাবাস সরিয়ে নিতে রাজি হয়েছে সেটি অবশ্য বলেননি হোটোভেলি।
এদিকে ইসরায়েলের কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বেতার মাধ্যম বলছে, ফিলিপাইন, হন্ডুরাস, রোমানিয়া, দক্ষিণ সুদান তাদের মধ্যে অন্যতম।
উল্লেখ্য, ২১ ডিসেম্বর জেরুজালেম ইস্যুতে জাতিসংঘের সাধারণ পরিষদে ১২৮টি দেশ যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের বিপক্ষে ভোট দেয়। আর যুক্তরাষ্ট্রসহ নয়টি দেশ ওই সিদ্ধান্তের পক্ষে ভোট দেয়। ৩৫টি দেশ অনুপস্থিত থাকে। আর ভোটদানে বিরত থাকে ২১টি দেশ।
বিডিপ্রতিদিন/ ২৮ ডিসেম্বর, ২০১৭/ ই জাহান