কোরিয়া উপদ্বীপকে পারমানবিক অস্ত্রমুক্ত করার বিষয়ে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। আর সেই লক্ষ্যে কাজ করে কূটনৈতিক পথ বের করার উদ্যোগ নিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সারগেই ল্যাভ্রফ। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী টেলিফোনে কথা বলেন এবং তারা একমত হন যে উত্তর কোরিয়া পারমাণবিক শক্তিতে সমৃদ্ধ হোক এটি যুক্তরাষ্ট্র ও রাশিয়া চায়।
এদিকে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ থেকে বলা হয়, ক্ষেপণাস্ত্র পরীক্ষার অভিযোগে উত্তর কোরিয়ার কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
বিডি প্রতিদিন/২৮ ডিসেম্বর ২০১৭/আরাফাত