আফগানিস্তানের রাজধানী কাবুলে বার্তা সংস্থা আফগান ভয়েসের দফতর এবং সাংস্কৃতিক কেন্দ্র তেবিয়ান সেন্টারের কাছে আত্মঘাতী হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবারের এ ঘটনায় আহতের সংখ্যা ১২ জনের অধিক। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পর পর বিস্ফোরণে কেঁপে ওঠে ঘটনাস্থল। কেউ কিছু বুঝে ওঠার আগেই হুলুস্থূল পড়ে যায় এলাকায়। আত্মঘাতী বিস্ফোরণ না লুকিয়ে রাখা বোমা ফাটিয়ে বিস্ফোরণ ঘটানো হয়ে তা এখনও পরিষ্কার নয়।
আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নজিব দানিশ জানিয়েছেন, প্রথম পর্যায়ে ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। পরে উদ্ধারকাজ চালানোর সময় আরও বিস্ফোরণ ঘটে। এখনও পর্যন্ত ৪০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে বহু। তাদের হাসপাতালে চিকিৎসা চলছে।
এদিকে, আফগান সাংবাদিকদের নিরাপত্তা কমিটি (এজেএসসি) এক টুইট বার্তায় এই ঘটনার নিন্দা জানিয়েছে।
বিডি প্রতিদিন/২৮ ডিসেম্বর ২০১৭/আরাফাত