অন্য ধনী দেশগুলোর তুলনায় যুক্তরাষ্ট্রের নাগরিকদের গড় আয়ু কম এবং এই ব্যবধান ক্রমান্বয়ে বাড়ছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ‘রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সেন্টার’ এ তথ্য প্রকাশ করেছে।
১৯৭৯ সালের তথ্য অনুযায়ী, পাশ্চাত্যের অন্য ৩৪ ধনী দেশের নাগরিকের তুলনায় আমেরিকানদের গড় আয়ু দেড় বছর বেশি ছিল। ওই বছর দেশটির নাগরিকদের গড় আয়ু ছিল ৭৩.৯ বছর। আর ৩৪ উন্নত রাষ্ট্রের গড় আয়ু ছিল ৭২.৩ বছর।
এরইমধ্যে সব হিসাব উল্টে গেছে। ২০১৫ সালে গড় আয়ু বেড়ে ৭৯ বছর হয়েছে। কিন্তু এই উন্নতি করেও পিছিয়ে ট্রাম্পের দেশ। কারণ অন্য ৩৪ দেশে তা ৮১ বছরে উন্নীত হয়েছে। ২০১৬ সালের পরিসংখ্যানেও যুক্তরাষ্ট্রের নাগরিকদের গড় আয়ু হ্রাস পেয়েছে। অথচ এখন পর্যন্ত আমেরিকা হচ্ছে সবচেয়ে বেশি বিত্তবান রাষ্ট্র।
২০১৪ সালের গবেষণায় উঠে আসে, ধূমপান, স্থুলতা, দাঙ্গা-হাঙ্গামা এবং মরণব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুর হার বাড়তে থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বিডি প্রতিদিন/২৮ ডিসেম্বর, ২০১৭/ফারজানা