ক্রমশ কালো হচ্ছে ব্রহ্মপুত্র নদের পানি। পানি কালো হওয়ার পিছনে চীনকেই দায়ী করেছে ভারত। কিন্তু চীন সেই দায় একেবারেই অস্বীকার করে। চীনের পক্ষ থেকে জানানো হয়েছে, তিব্বতে ভূমিকম্পের জেরেই নদের পানি ক্রমশ কালো হচ্ছে। এর পিছনে চীনের কোনও কারসাজি নেই।
গত নভেম্বর মাসে তিব্বতে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬.৯। সেই ভূমিকম্পই নাকি দায়ী ব্রহ্মপুত্র নদের পানি কালো হওয়ার পিছনে। এমনটাই দাবি করছে চীন। যদিও ভারতের দাবি, ব্রহ্মপুত্র নদীর গতিপথ ঘুরিয়ে নিয়ে তাকলামাকানের শুষ্ক মরুভূমিতে পানির প্রবেশ করাবে চীন।
ব্রহ্মপুত্র নদীর গতিপথ ঘুরিয়ে নেওয়া নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। তিব্বত থেকে চীনের জিনজিয়াং এলাকা পর্যন্ত খোঁড়া হচ্ছে লম্বা ১০০০কি.মি. সুড়ঙ্গ। ব্রহ্মপুত্র নদীর পানি চীনের তাকলামাকান মরুভূমিতে প্রবেশ করানোই এর মূল লক্ষ্য। তাই ঘুরিয়ে নেওয়া হচ্ছে ব্রহ্মপুত্র নদীর গতিপথ। সেই কারণেই ব্রহ্মপুত্র নদের পানি দূষিত হচ্ছে।
এই প্রসঙ্গে চীনের পররাষ্ট্র মন্ত্রী হুয়া জানিয়েছেন, গত নভেম্বর মাসের মধ্যবর্তী সময়ে ভূমিকম্প হয়। সেই ভূমিকম্পের পরই ব্রহ্মপুত্র নদের পানির উপরে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে চীন। সেই পরীক্ষার পরই জানা গেছে, ব্রহ্মপুত্র নদ যেটি চীনে পরিচিত ইয়ারলুং জাংবো নামে, সেই নদের পানির মান ক্লাস ৩ রয়েছে। যা একেবারেই সেভাবে পানির মাছের ক্ষেত্রে ক্ষতিকর নয়।
তিনি আরও জানিয়েছেন, প্রাকৃতিক কারণেই নদের পানি কালো হয়েছে। নদের তলায় চীনের সুড়ঙ্গ খননের জন্য একেবারেই দায়ী নয়।
বিডি প্রতিদিন/২৮ ডিসেম্বর ২০১৭/আরাফাত