আবারও উত্তপ্ত হয়ে উঠছে ভারত-পাকিস্তান সম্পর্ক। আর সেই সুর ধরেই পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী আহসান ইকবাল অভিযোগ তুলেছেন, আফগানিস্তানের মাটিকে ব্যবহার করে পাকিস্তানে সমস্যা সৃষ্টি করতে প্রচুর অর্থ ব্যয় করছে ভারত।
সূত্রের খবর, বৃহস্পতিবার কোয়েটায় প্রথম এগজিকিউটিভ পাসপোর্ট অফিসের উদ্বোধনে এসে সাংবাদিকদের তিনি অভিযোগ করে বলেন, CEPC মেগা প্রজেক্টকে ভেস্তে দিতে চাইছে ভারত।
তবে ভারতের এই চ্যালেঞ্জে তারাও যে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে প্রস্তুত, সে কথাও জানান ইকবাল।
বিডি প্রতিদিন/২৯ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ