এ কেমন প্রেম? খবরটা শুনে এর থেকে আর বেশি কিছু বলার থাকে না। রাশিয়ার ঘটনা। বছর ৩৪ বছরের ইরিয়ানা কোজলোভা কয়েকদিন ধরে ডেটিং করছিলেন ইভজেনি মার্কোভ নামে এক ব্যবসায়ীর সঙ্গে।
বছর শেষের একটি পার্টিতে যোগ দেওয়ার আগে রোমান্টিক ডেটে গিয়েছিলেন তারা। নদীর ধারে সুন্দর একটি রিসোর্ট। পড়ন্ত বিকেলের রোদ গায়ে মেখে সবে দু'চুমুক ওয়াইন খেয়েছেন দু'জনে। শীতের বিকেলে বরফ শুভ্র সাইবেরিয়ার সেই গ্রাম আরও মোহময় হয়ে উঠেছিল।
হঠাৎ করে হেসে উঠেছিলেন ইরিয়ানা। তারপর কী যে হলো ইভজেনির টেবিলে রাখা ছুরি দিয়ে পর পর ৮৮ বার কোপালেন প্রেমিকাকে। তার আগে ইরিয়ানাকে ইভজেনি বলেছিলেন, 'এক্ষুনি সূর্য ডুববে চোখ বন্ধ কর। তারপর আর চোখ খোলেনি ইরিয়ানা।
রক্তাক্ত ইরিয়ানাকে দেখতে পেয়ে পুলিশে খবর দেন তাদের গাড়ির চালক। পুলিশ যখন এসে পৌঁছায় তখন নির্বিকার ইভজেনি একটাই কথা বলেছিল, আমাকে দেখে হেসেছিল ইরিয়ানা।
বিডি প্রতিদিন/৩০ ডিসেম্বর ২০১৭/আরাফাত