ইরানে শুরু হওয়া সরকার বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশটির আরও কয়েকটি শহরে। বৃহস্পতিবার থেকে শুরু হয় এ বিক্ষোভ। দেশটির উত্তরাঞ্চলীয় রাশত ও পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ শহরে ব্যাপক বিক্ষোভের খবর পাওয়া গেছে। এছাড়া ইসফাহান, হামাদান ও অন্যান্য শহরে ছোট আকারে বিক্ষোভ হচ্ছে। এসময় রাজধানী তেহরান থেকে কিছু সংখ্যক বিক্ষোভকারীকেও গ্রেফতার করা হয়।
তেহরানের নিরাপত্তা বিষয়ক ডেপুটি গভর্নর জেনারেল জানান, শহরটির সিটি স্কয়ারে ৫০ জনের একটি গ্রুপ বিক্ষোভের জন্য জড়ো হয়।
এর আগে, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার রাস্তায় নেমে আসে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মাসহাদের বাসিন্দারা। তখন তারা প্রেসিডেন্ট হাসান রুহানি বিরোধী স্লোগানও দিলে নিরাপত্তা বাহিনী ৫২ জন বিক্ষোভকারীকে আটক করে। পরে এই বিক্ষোভ ব্যাপক আকারে দেশটির অন্যান্য শহরেও ছড়িয়ে পড়তে থাকে।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/৩০ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ