মিশরের বিতাড়িত প্রেসিডেন্ট মোহমম্দ মুরসিকে তিন বছরের কারাদণ্ড দিল এক আদালত। আদালত অবমাননার জন্য মোরসিসহ ২০ জনকে এই সাজা দেওয়া হয়েছে। কারাদণ্ড ছাড়া চল্লিশ লক্ষ পাউন্ড জরিমানাও দিতে হবে মোরসিকে। অন্য দোষীদেরও দশ লক্ষ পাউন্ড করে জরিমানা দিতে হবে।
২০১৩ সালে সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়েছিলেন ইসলামি মনোভাবাপন্ন মুরসি। গ্রেফতার করা হয় কয়েক হাজার সমর্থককেও। ক্ষমতাচ্যুত হওয়ার পরে ২০১৩ সালেই এক বক্তৃতায় দেশের বিচারব্যবস্থা ও বিচারকদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। সেই বক্তৃতার জন্যই তাকে এই সাজা দেওয়া হল।
ইতিমধ্যেই সন্ত্রাসসহ বিভিন্ন মামলায় দোষী সাব্যস্ত হয়ে ৪৫ বছরের কারাদণ্ড হয়েছে ৬৬ বছর বয়সি সাবেক এই প্রেসিডেন্টের।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর