লন্ডনে নববর্ষের অনুষ্ঠানে ছুরিকাঘাতে চার তরুণের মৃত্যু হয়েছে। এর মধ্যে নববর্ষের আগের দিন উযাপনের সময় তিন জন এবং নববর্ষের দিন অপর একজনের মৃত্যু হয়। ১৫ ঘণ্টার মধ্যে উত্তর, পূর্ব ও দক্ষিণ লন্ডনে এসব ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
স্কটল্যান্ড ইয়ার্ড জানায়, এ নিয়ে ২০১৭ সালে ছুরিকাঘাতের সংখ্যা দাঁড়ালো ৮০তে। ছুরিকাঘাত জনিত অপরাধ নিয়ন্ত্রণে আনতে কঠোর প্রচেষ্টা চালাচ্ছেন লন্ডনের মেয়র সাদিক খান। ২০১৮ সালেও তাকে যে এ নিয়ে দুশ্চিন্তায় থাকতে হবে নববর্ষের ঘটনাগুলো তারই ইঙ্গিত দিচ্ছে। তিনিও বলেছেন, 'ছুরিকাঘাত জনিত অপরাধ নিয়ন্ত্রণের প্রক্রিয়া অব্যাহত থাকবে।' সূত্র : গার্ডিয়ান
বিডি প্রতিদিন/২ জানুয়ারি, ২০১৮/ফারজানা