উত্তপ্ত হয়ে উঠেছে পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক। এরই মধ্যে পাকিস্তানকে ২৫৫ মিলিয়ন ডলার অনুদান থেকে বঞ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। আর সেইসঙ্গে এক ট্যুইটে পাকিস্তানকে ‘মিথ্যাবাদী’ বলেও চিহ্নিত করেছে। তবে এখানেই শেষ নয়! পাকিস্তানের জন্য যুক্তরাষ্ট্রের আরও ‘উপহার’ অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন।
এ ব্যাপারে মার্কিন প্রেস সেক্রেটারি সারা স্যান্ডার জানিয়েছেন, খুব শীঘ্রই পাকিস্তানের বিরুদ্ধে নির্দিষ্ট কিছু পদক্ষেপ নিতে চলেছে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, ‘আমরা জানি সন্ত্রাস রুখতে পাকিস্তান আরও কড়া ব্যবস্থা নিতে পারে। আমরা চাই পাকিস্তান এবার তেমনই কিছু করুক।’ তবে ঠিক কি ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র তা খুব শিগগিরই জানা যাবে বলে মনে করা হচ্ছে।
এর আগে গত ১ জানুয়ারি ট্যুইট করে এই সিদ্ধান্তের কথা জানান ট্রাম্প। সেদেশের জন্য বরাদ্দ করা ২৫৫ মিলিয়ন ডলার বা ২৫ কোটি ৫ লক্ষ অনুদান বন্ধ করে দিয়েছে ওয়াশিংটন। এর আগেও এই ব্যাপারে পাকিস্তানকে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। সোমবারই তিনি ট্যুইট করে বলেন, পাকিস্তানের দিনের পর দিন আমেরিকার থেকে অনুদান নিয়েও ‘মিথ্যা’ ছাড়া আর কোনও প্রতিদানই দেয়নি। এরপরই এমন সিদ্ধান্ত নিল আমেরিকা।
মার্কিন প্রশাসনের পক্ষে এক কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প চান পাকিস্তান যেন সন্ত্রাসবাদী ও সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কড়া পদক্ষেপ নেয়।’ আগামী দিনে নিরাপত্তার জন্য আর কোন অনুদান পাবে কিনা, সেটাও পাকিস্তানকেই তার ব্যবহার দিয়ে প্রমাণ করতে হবে।
এদিকে ট্রাম্পের ট্যুইটের পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আসিফ জানিয়েছিলেন, সময় হলে আসল সত্যিটা প্রকাশ্যে আসবে।
বিডি প্রতিদিন/০৪ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ