আন্তর্জাতিক মহলকে উত্তপ্ত করে ধারাবাহিকভাবে পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। চলছে যুদ্ধের প্রস্তুতি আর পাল্টাপাল্টি হুমকি। আর তারই জের ধরে এবার হওয়াসং-১২ ইন্টারমিডিয়েট ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণের সময় বিপত্তি ঘটেছে। ক্ষেপণাস্ত্রটির সফল উৎক্ষেপণ না হয়ে কিম জং উনের দেশের একটি শহরেই আছড়ে পড়েছে। তবে এই ঘটনায় হতাহতের সংখ্যা প্রকাশ করেনি কিমের সরকার।
এ ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের সূত্র জানিয়েছে, উৎক্ষেপণের পর আকাশে ৪৩ মাইল উপরে উঠে ২৪ মাইল যেতে না যেতেই তাতে গোলযোগ দেখা দেয়। ইঞ্জিনের গোলযোগে ক্ষেপণাস্ত্রটি নিজেদের শহরেই আছড়ে পড়ে।
জানা গেছে, উত্তর কোরিয়ার প্রধান শহর পিয়ংইয়াং থেকে ৯০ মাইল দূরে তকচোন নামক শহরটিতে ক্ষেপণাস্ত্রটি বিস্ফোরিত হয়েছে।
ধারণা করা হচ্ছে, এতে শহরটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শহরটিতে দুই লাখের বেশি জনসংখ্যার বসবাস বলে জানা গেছে। বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষিজমি।
সূত্র: ইন্ডিপেন্ডেন্ট
বিডি প্রতিদিন/০৬ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ