কিশোর যুগল নাজিরান ও শহীদ সম্পর্কে চাচাতো ভাইবোন। দুই পরিবার তাদের বিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু বিপত্তি বাঁধলো বিয়ের আগেই হবু স্বামীর সঙ্গে কথা বলায়। 'পরিবারের সম্মান রক্ষায়' (হনার কিলিং) ঘটনাস্থলেই তাদের গুলি করে হত্যা করা হয়েছে।
পাকিস্তানের সিন্ধু প্রদেশে বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে। দুই হত্যাকারী সম্পর্কে বর-কনের মামা হন।পুলিশ দুই মামাকে আটক করেছে।
ময়নাতদন্তের পর বর-কনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলা হয়েছে এবং হত্যার বিষয়ে এ নিয়ে তদন্ত চলছে বলে জানা গেছে। সূত্র : পাকিস্তান টুডে
বিডি প্রতিদিন/৬ জানুয়ারি, ২০১৮/ফারজানা