প্রবল সাইক্লোনে মৃত্যু হল একজনের। নিখোঁজ একাধিক। অন্তত কয়েক হাজার লোককে সরিয়ে নিতে বলা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার সকালে মাদাগাস্কারে আছড়ে পরে ঘূর্ণিঝড় আভা। আর সেই ঝড়ের জেরেই এই অবস্থা। এখনও পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
শুক্রবার থেকে আভা সাইক্লোনের জেরে প্রবল বৃষ্টি হয় ওই অঞ্চলে। আফ্রিকার দ্বীপ মোজাম্বিকে হাওয়ার গতি অত্যন্ত বৃদ্ধি পায়। মাটি ধসে পড়ে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হন।
এক বিবৃতিতে সেখানকার ন্যাশনাল ব্যুরো ফর রিস্ক অ্যান্ড ক্যাটাস্ট্রফ ম্যানেজমেন্ট জানিয়েছে, অন্তত ১০,৪৬৫ জন লোককে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ১২,০০০ মানুষ এই ঝড়ের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে।
শুধু ঝড়-বৃষ্টিই নয়, এই সাইক্লোনের জেরে শুরু হয়েছে হড়পা বাণ। মাদাগাস্কার বিশ্বের অন্যতম দরিদ্র দেশগুলির মধ্যে একটি। এখানে প্রায়ই এই ধরনের ঘূর্ণিঝড় হয়ে থাকে। গত বছর মার্চ মাসে 'এনাও' সাইক্লোনের জেরে ৭৮ জনের মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/০৭ জানুয়ারি ২০১৮/আরাফাত