স্বামী-স্ত্রীর বিবাহ বিচ্ছেদ বা দ্বন্দ্বের পেছনে বেশিরভাগ সময়েই থাকে শাশুড়ি আর ছেলের বউয়ের মধ্যকার মনোমালিন্য। আজকের দিনে মেগা সিরিয়ালেও এমনটি প্রায়ই দেখা যায়। এই বিষয়টিই হয়ে ওঠে বহু সিরিয়ালের প্রধান ঘটনা। এমন পরিস্থিতিতে সৌদি আরবে যা ঘটল, তা সত্যি অবিশ্বাস্য।
নিজের মায়ের থেকে স্ত্রীকে বেশি ভালোবাসায় খেসারত দিতে হল সৌদি আরবের এক ব্যক্তিকে। সেই ব্যক্তির বিরুদ্ধে তার স্ত্রী বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেছেন স্থানীয় আদালতে। কারণ হিসাবে তিনি জানিয়েছেন, যে তার স্বামী নিজের মা’কে ভালোবাসতে পারে না, সে তাকে কী করে ভালোবাসতে পারে। আর এমন ঘটনাই নাড়িয়ে দিয়েছে সকলকে।
অনেক আইনজ্ঞই মনে করছেন সাম্প্রতিক কালে এমন ঘটনার নজির হয়তো আর নেই। বিয়ের পরেই শাশুড়ি-বউয়ের লড়াই যেখানে সব বাড়িতে লেগে থাকে। সেখানে সেই নারীলর এমন কীর্তিতে তাজ্জব বনে গিয়েছেন সবাই।
খবর অনুযায়ী, সেই নারীর আবেদন মেনে নিয়েছেন সৌদির স্থানীয় আদালতের বিচারক। আর এই ঘটনার পরে কার্যত ভেঙে পড়েছেন সেই ব্যক্তি। স্ত্রী’র জন্য নিজের পরিবারকে ছেড়ে এসেছিলেন বলে দাবি করেছেন তিনি তবে সেই নারী তার স্বামীর কাছে ফিরে যাবেন না বলে সাফ জানিয়েও দিয়েছেন।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর