ভারতের বেঙ্গালুরুতে একটি মদের বারে আগুন লেগে পাঁচজনের মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে আর মার্কেটের কৈলাস বারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতরা সবাই বারের কর্মচারী ছিলেন বলে জানা গেছে। এরা হলেন, স্বামী (২৩), প্রসাদ (২০), মঞ্জুনাথ (৪৫), কির্তী (২৪) ও মহেশ (৩৫)।
ফায়ার সার্ভিসের সূত্র জানায়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু'টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভায়। আগুন লাগার কারণ জানা যায়নি। নিহতদের মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/৮ জানুয়ারি ২০১৮/হিমেল