মিয়ানমারের রাখাইনে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা)। সংগঠনটির নেতা আতা উল্লাহ টুইটারে এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছেন।
বিবৃতিতে আতা উল্লাহ বলেন, “রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের’ বিরুদ্ধে লড়াই ছাড়া আর কোনো উপায় নেই।”
উল্লেখ্য, গত বছর মিয়ানমারের বেশ কিছু সামরিক তল্লাশিচৌকিতে হামলা চালায় আরসা। এরপর ২৫ আগস্ট রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযান শুরু করে সেনাবাহিনী। সেনাদের দমনপীড়ন, গণহত্যার মুখে প্রায় সাত লাখ রোহিঙ্গা রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়।
বিবিসি জানায়, মিয়ানমারের সেনাবাহিনী আরসাকে ইসলামি সন্ত্রাসবাদী আন্দোলন হিসেবে দেখে। তবে আরসা বলেছে, তাদের আন্দোলন রাজনৈতিক।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/৮ জানুয়ারি ২০১৮/হিমেল