ভয়ঙ্কর হয়ে উঠছে পাপুয়া নিউ গিনির আগ্নেয়গিরি। শুক্রবার অগ্নুৎপাত শুরু হওয়ার পর সোমবারও তা অব্যাহত রয়েছে। কয়েকশ’ আতঙ্কিত স্থানীয় বাসিন্দা তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।
এ ব্যাপারে আমেরিকান দাতব্য সংস্থা সামারিতান এভিয়েশন জানিয়েছে, কাদোভার দ্বীপের ৫শ’ থেকে ৬শ’ বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সংস্থাটি স্থানীয়দের সরিয়ে নিতে সহায়তা করছে।
এদিকে ডারউইন ভলকানিক অ্যাশ অ্যাডভাইসরি সেন্টারের বন কর্মকর্তা ও’ব্রাইয়েন বলেন, আগ্নেয়গিরি থেকে নির্গত ছাইভস্ম বিমান চলাচলে কোন বাধা বা ঝুঁকির সৃষ্টি করবে না।
তবে ঠিক কতজন স্থানীয় গ্রামবাসী এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে তা জানা যায়নি।
সূত্র: সিনহুয়া
বিডি প্রতিদিন/০৮ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ