স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে বার্সেলোনায় মন্ত্রিপরিষদের বৈঠক করায় কাতালান স্বাধীনতাপন্থী গ্রুপগুলো বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘোষণা দিয়েছে। শুক্রবার নগরীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করবে তারা।
মন্ত্রিপরিষদের সাপ্তাহিক বৈঠক সাধারণতঃ মাদ্রিদে অনুষ্ঠিত হলেও সানচেজের ছয়মাস বয়সী সমাজতান্ত্রিক সরকার কাতালোনিয়ার উত্তেজনা হ্রাসে তাদের প্রচেষ্টার অংশ হিসেবে কাতালান রাজধানীতে এটি অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করে।
উল্লেখ্য, গত বছর স্পেন থেকে কাতালোনিয়ার আলাদা হয়ে যাওয়ার একটি প্রচেষ্টা ব্যর্থ হয়।
সানচেজ ও কাতালোনিয়ার বিচ্ছিন্নতাবাদী সরকারের প্রধান কুইম টোরা স্পেনের সাথে থাকা নিয়ে সমৃদ্ধশালী এ অঞ্চলের মর্যাদা রক্ষা বিষয়ে সৃষ্ট বিরোধ নিরসনে একটি কার্যকর সংলাপ অনুষ্ঠানের ব্যাপারে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এ দুই নেতা বৃহস্পতিবার রাতে বার্সেলোনায় বৈঠক করার পর এমন প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
বিডি প্রতিদিন/২২ ডিসেম্বর ২০১৮/আরাফাত