শুরু হয়েছিল ফ্রান্স থেকে। তারপর কাঁটাতার পেরিয়ে তা পৌঁছেছিল হাঙ্গেরিতে। এবার সমুদ্র পাড়ি দিয়ে পৃথিবীর পূর্বে তাইওয়ানেও আছড়ে পড়েছে ইয়েলো ভেস্ট প্রতিবাদের ঝড়।
জোর করে কর চাপিয়ে দেওয়া এবং কোনো আগাম যথাযথ ব্যবস্থা না করে কর প্রথা চালু করে দেওয়ার প্রতিবাদে শনিবার অর্থ মন্ত্রালয়ের সামনে বিক্ষোভ মিছিল করছে ইয়েলো ভেস্ট প্রতিবাদীরা। এখনও পর্যন্ত তাইওয়ানের অর্থ মন্ত্রালয় থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি এই ব্যাপারে।
ফ্রান্স তাদের এই বিক্ষোভের পথ দেখিয়েছে বলে স্বীকার করে লিগের মুখপাত্র ওয়্যাং বলেছেন, তাদের আশা প্রেসিডেন্ট সাই ইং ওয়েন তাদের ক্ষোভের কথা শুনবেন এবং ছাড় দেবেন যেভাবে ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ ফ্রান্সকে জ্বালানির অতিরিক্ত মূল্যবৃদ্ধি থেকে ছাড় দিয়েছেন।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত