লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের রানওয়েতে ড্রোনের উপস্থিতি চোখে পড়ায় গত শুক্রবার (২১ ডিসেম্বর) সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ করে দিয়েছিল কর্তৃপক্ষ। এই ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ।
এদিকে, বিমানবন্দরের রানওয়েতে ড্রোন ‘বিড়ম্বনায়’ কারণে ব্যস্ত এ বিমানবন্দরটিতে একদিনের বেশি সময় ফ্লাইট ওঠানামা বন্ধ থাকলে ভোগান্তিতে পড়তে হয় কয়েক হাজার যাত্রীকে। সাসেক্স পুলিশ জানিয়েছে, বিমানবন্দরটির রানওয়ের উপর দিয়ে দু’টি ড্রোন উড়ে যাওয়ার ঘটনায় জড়িত সন্দেহে শুক্রবার (২১ ডিসেম্বর) দুইজনকে আটক করা হয়েছে। যদিও আটককৃতদের বিস্তারিত কোনো তথ্য এখনো জানা যায়নি।
বিডি প্রতিদিন/এ মজুমদার