সম্প্রতি অসহিষ্ণুতা নিয়ে মুখ খোলায় ভারতে প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছে বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহকে। এমন পরিস্থিতিতে বলিউড অভিনেতার পাশে এসে দাঁড়ালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। নাসিরুদ্দিন শাহকে সমর্থন জানিয়ে তিনি বলেন, ‘‘সংখ্যালঘুদের জন্য ভারত আর নিরাপদ নয়। সেখানে সংখ্যালঘুদের সমান দৃষ্টিতে দেখা হয় না৷’’
পাঞ্জাব সরকারের ১০০ দিন পূর্ণ উপলক্ষ্যে লাহোরে একটি অনুষ্ঠানে যোগ দিতে আসেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। সেই অনুষ্ঠানে এসে তিনি জানান, দেশের ধর্মীয় সংখ্যালঘুরা যাতে তাদের অধিকার থেকে বঞ্চিত না হয় তার জন্য পাকিস্তান সরকার সচেষ্ট। পাকিস্তানের স্রষ্টা মোহম্মদ আলি জিন্নারও একই দৃষ্টিভঙ্গি ছিল।
এরপরই নরেন্দ্র মোদি সরকারকে খোঁচা মেরে তিনি বলেন, ‘‘আমরা মোদি সরকারকে দেখিয়ে দেব ধর্মীয় সংখ্যালঘুদের সঙ্গে কীরকম আচরণ করতে হয়। ভারতে সংখ্যালঘুরা নিরাপদ নন। তাদের সমান দৃষ্টিতে দেখাও হয় না। এই কথা এখন ভারতীয়র মুখে শোনা যাচ্ছে৷’’ নাম না করে বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ'র মন্তব্যেরই উল্লেখ করেন পাক প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, কিছুদিন আগে ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে মুখ খোলেন বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ। তিনি জানান, তার সন্তানকে যদি প্রশ্ন করা হয় সে হিন্দু না মুসলিম ওরা উত্তরই দিতে পারবে না। যে বিষ সমাজে ছড়িয়ে পড়েছে তাকে বোতলবন্দি করা এত সহজ কাজ নয়। একই সঙ্গে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, পুলিশের মৃত্যুর চেয়ে গোরুর মৃত্যুর গুরুত্ব এই দেশে অনেক বেশি।
সূত্রঃ আনন্দবাজার পত্রিকা।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত