কখনও ডোনাল্ড ট্রাম্প হয়ে যান ‘ইডিয়ট’ কখনও বা পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান হয়ে যান ‘ভিখারি’। গুগলে সার্চ করলে এমন ফলাফল বের হবার খবর আগেই ছড়িয়েছে। এবার তাতে যুক্ত হল সোনিয়া গান্ধীর নাম। ‘বার গার্ল অফ ইন্ডিয়া’ লিখে সার্চ করলে আসছে কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী।
দেখা যাচ্ছে, ‘বার গার্ল অফ ইন্ডিয়া’ বলে সার্চ করলে সোনিয়া গান্ধীর উইকিপিডিয়া পেজ চলে আসছে। এর পরেই ভাইরাল হয়ে যায় সেই ঘটনার ছবি। উইকিপিডিয়া পেজের পরেই ‘কোয়রা’-ওয়েবসাইটে প্রশ্ন করা হয়েছে, ‘‘রাজীব গান্ধীকে বিয়ের আগে সোনিয়া কি বার ড্যান্সার ছিলেন?’’।
অনেকেই মনে করছেন সেই প্রশ্নটির ‘কিওয়ার্ড’-এর ফলেই গোলমাল হয়েছে গুগলের। তবে বিষয়টি সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক। এরপর দ্রুত ওই রেজাল্টটি সরিয়ে নেওয়া হয়েছে গুগল পেজ থেকে। যদিও এ বিষয়ে কংগ্রেসের কোনো নেতা এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেননি।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত