ইন্দোনেশিয়া সুনামিতে কমপক্ষে ৬২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৫৮৪ জন। দেশটির জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা এ তথ্য জানিয়েছে। সুনামিতে ৪৩০ ঘরবাড়ি ও নয়টি হোটেল ভয়াবহভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।
শনিবার রাতে ইন্দোনেশিয়ার মাটিতে আবারও আছড়ে পড়ে ভয়াবহ সুনামি। প্রথমে দক্ষিণ সুমাত্রার সুন্দা উপকূলে আঘাত করে প্রবল সামুদ্রিক জলোচ্ছ্বাস। এরপর জাভা উপকূলেও আছড়ে পড়ে বড় বড় ঢেউ।
জলবায়ু ও ভূতাত্তিক সংস্থা জানিয়েছে, এই প্রবল সামুদ্রিক জলোচ্ছ্বাস বা সুনামির কারণ হল ক্র্যাকাটোয়া আগ্নেয়গিরির জেগে ওঠা। জানা গিয়েছে, এই আগ্নেয়গিরি থেকে আবারও অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। মাটির তলায় যে প্লেটগুলি থাকে, অগ্ন্যুৎপাতের ফলে সম্ভবত সেখানে কোনও চাপের সৃষ্টি হয়েছে বা চিড় ধরেছে। সেই কারণেই সুনামি আছড়ে পড়েছে ইন্দোনেশিয়ার সুমাত্রা ও জাভা উপকূলে।
সম্প্রতি ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের পর সৃষ্ট সুনামিতে যেনো ধ্বংসস্তূপে পরিণত হয় সুলাওয়েসি দ্বীপ। যাতে নিহত হয়েছিলেন প্রায় এক হাজার ২০০ মানুষ।
বিডি প্রতিদিন/ফারজানা