আলবাট্রসরা সাধারণত সমুদ্রেই থাকে। তবে সঙ্গীকে সময় দেয়ার জন্য মাঝে মাঝে ডাঙায় চলে আসে। সঙ্গীকে আকৃষ্ট করতে এই পাখিরা ঘনিষ্ঠ হওয়ার আগে বিশেষ ধরনের নৃত্য করে। এই প্রজাতির পাখিরা বছরে সাধারণত একবারই ডিম পাড়ে।
প্রশান্ত মহাসাগরের মিডওয়ে দ্বীপে ডিম পেড়েছে উইজডম। এই প্রজাতির পাখিরা দ্রুত সঙ্গী বদলায়। কিন্তু উইজডম ২০০৬ থেকে তার সঙ্গী আকিয়ামাকাই-এর সঙ্গে থাকে। যা কি না বিরল ঘটনা। প্রায় সাত মাস সময় লাগবে তার বাচ্চার বড় হয়ে উঠতে। সম্প্রতি ফের মা হয়েছে বিশ্বের বয়স্কতম বন্য পাখি উইজডম।
বিডি প্রতিদিন/২৩ ডিসেম্বর ২০১৮/আরাফাত