মেয়াদের দুই মাস আগেই বিদায় নিতে হচ্ছে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিসকে। নতুন বছরের প্রথম দিনেই অর্থাৎ পহেলা জানুয়ারি থেকে বিদায় নিচ্ছেন তিনি। তার স্থলে ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে উপ-প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শানাহানকে দায়িত্ব দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
এর আগে এক টুইট বার্তায় জিম ম্যাটিস বলেছিলেন, আগামী ফেব্রুয়ারির শেষ নাগাদ পদত্যাগ করবেন। কিন্তু খবর প্রকাশিত হলো মেয়াদের দুই মাস আগেই অর্থাৎ গত সপ্তাহে ম্যাটিস পদত্যাগ করেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পদত্যাগপত্রে পররাষ্ট্র নীতি নিয়ে ম্যাটিসের বক্তব্যে ক্ষুব্ধ হয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তাই আগেভাগেই তাকে চলে যেতে হচ্ছে। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের সিরিয়া নীতির কড়া সমালোচনা করেছেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। তিনি সৈন্য প্রত্যাহার করায় প্রেসিডেন্ট ট্রাম্পকে সতর্কও করেছেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন