মার্কিন কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে রাশিয়া, চীন ও ইরান হস্তক্ষেপ করেছে! এমনটাই চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন আমেরিকার ন্যাশনাল ইন্টেলিজেন্সের অন্যতম আধিকারিক ড্যান কোটস।
শুক্রবার হোয়াইট হাউজে প্রকাশিত এক রিপোর্টে তিনি বলেছেন, নভেম্বর মাসে অনুষ্ঠিত মধ্যবর্তী কংগ্রেস নির্বাচনে চীন ও ইরানসহ কয়েকটি বিদেশী শক্তিকে সঙ্গে নিয়ে রাশিয়া প্রচারের কাজে হস্তক্ষেপ করেছে। তারা তাদের স্ট্রেটেজিক স্বার্থ হাতিয়ে নেওয়ার জন্য নির্বাচনী প্রচারের প্রভাব বিস্তার করেছে এবং মেসেজ পাঠিয়েছে। তবে নির্বাচনী কাঠামো বা ব্যবস্থায় এসব দেশ কোনও প্রভাব বিস্তার করতে পারেনি বলে তিনি দাবি করেন।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক আদেশে আগামী ৪৫ দিনের মধ্যে ড্যান কোটসের কার্যালয়কে বিষয়টি পর্যালোচনা করার নির্দেশ দিয়েছেন। গত ৬ নভেম্বর আমেরিকায় মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের দিন থেকে এই ৪৫ দিন গণনা শুরু হবে।
উল্লেখ্য, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছে বলে অভিযোগ রয়েছে। বিষয়টিতে শক্ত জবাব দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ রয়েছে এমনিতেই। গত নভেম্বরের নির্বাচনে বিরোধী ডেমোক্র্যাট দল কংগ্রেসের প্রতিনিধি পরিষদের সুস্পষ্ট নিয়ন্ত্রণ নিয়েছে। আর এরই মধ্যে ড্যানের এহেন মন্তব্যে চাপ বেড়েছে ট্রাম্প প্রশাসনের ওপর। খবর কলকাতা২৪*৭
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন