ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘আধুনিক সময়ের একজন ঠাণ্ডা মাথার খুনি’ হিসেবে অ্যাখ্যা দিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসগলু।
রবিবার (২৩ ডিসেম্বর) এক টুইট বার্তায় তুর্কি পররাষ্ট্রমন্ত্রী আরও লিখেন, ‘হাজার হাজার নিরপরাধ ফিলিস্তিনিকে গণহত্যার জন্য দায়ী’ ইসরায়েলি প্রধানমন্ত্রী। খবর আল-জাজিরার।
কুর্দিদের বিরুদ্ধে তুরস্ক ‘গণহত্যা’ চালাচ্ছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর এমন মন্তব্যের পর ফিলিস্তিনি অঞ্চলে ইসরায়েলের ‘আইন বহির্ভূত দখলদারিত্বের’ সমালোচনা করেছে আঙ্কারা।
চলতি বছর বেশ কয়েকটি ইস্যুতে তুরস্ক ও ইসরায়েলের সম্পর্কের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। বিশেষ করে গত জুলাইয়ে ইসরায়েল শুধু ইহুদি জাতির দেশ এমন একটি বিতর্কিত আইন নেসেটে পাস হওয়ার পর তেল আবিব ও আঙ্কারা সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, প্রেসিডেন্ট এরদোগানের ইসরায়েলকে উপদেশ দেয়া উচিত নয়। শনিবার তুর্কি প্রেসিডেন্ট দেশটির তরুণদেরকে সতর্ক করে দিয়ে বলেন, যে শত্রুদের মাটিতে নামিয়ে এনেছেন তাদের লাথি মারবেন না। আপনার ইসরায়েলের ইহুদি নন।
এর জবাবে শনিবার এক টুইট বার্তায় নেতানিয়াহু বলেন, এরদোগান ‘উত্তর সাইপ্রাস দখলকারী, যার সেনাবাহিনী তুরস্কের ভেতর ও বাইরে কুর্দিশ গ্রামে নারী ও শিশুদের গণহত্যা’ করেছে।
পরে এরদোগানের মুখপাত্র ও মুখ্য উপদেষ্টা ইব্রাহিম কালিন নেতানিয়াহুর সমালোচনা করে বলেন, ‘সত্য না বলতে প্রেসিডেন্ট এরদোগানের কাছে ভিক্ষা করা বাদ দিয়ে’ তার ‘উচিত আইন বহির্ভূতভাবে ফিলিস্তিনি ভূমি দখল ও ফিলিস্তিনি জনগণের ওপর নিপীড়ন বন্ধ’ করা।
বিডি প্রতিদিন/কালাম