আজ মঙ্গলবার, ২৫ ডিসেম্বর। ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির ৯৪তম জন্মবার্ষিকী। এবার তার সম্মানে তার নামে ১০০ রুপির স্মারক কয়েন চালু করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাজপেয়ির জন্মবার্ষিকীর একদিন আগে সোমবার এই কয়েন চালু করা হয়। খবর বিজনেস টুডের।
নতুন কয়েনটি ওজনে ৩৫ গ্রাম। এক পিঠে হিন্দি ও ইংরেজিতে বাজপেয়ির নাম খোদিত। বসানো রয়েছে তার ছবিও। যার নিচে তার জীবনকাল, ১৯২৪ থেকে ২০১৮ সালের উল্লেখ রয়েছে। উল্টো পিঠে রয়েছে অশোক স্তম্ভ।
তার নিচে হিন্দিতে লেখা ‘সত্য মেব জয়তে’। তিন বারের প্রধানমন্ত্রী বাজপেয়ি গত ১৬ আগস্ট ৯৬ বছর বয়সে মারা যান।
বিডি প্রতিদিন/কালাম