চীনের ফুজিয়ান প্রদেশে অপহৃত (হাইজ্যাক) হওয়া একটি বাস দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২১ জন আহত হয়েছেন। স্থানীয় সময় আজ মঙ্গলবার বিকেলে একটি জনপদে এ দুর্ঘটনায় ঘটে।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এ ঘটনায় ছুরিসহ একজন অপহরণকারীকে আটক করা হয়েছে। এ বিষয়ে স্থানীয় পুলিশ তদন্ত শুরু করেছে। এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার