জাপানে প্রথমবারের মতো রেকর্ড পরিমাণ জন্মহার হ্রাস পেয়েছে। শুক্রবার এশিয়ার উন্নত এ দেশটির স্বাস্থ্য, শ্রম ও জনকল্যাণবিষয়ক মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর শিশুজন্ম হ্রাস পেয়েছে আনুমানিক ৯ লাখ ২১ হাজারের মতো। যা ১৮৯৯ সালের পর রেকর্ড সর্বনিম্ন। খবর নিউজ ম্যাক্স'র।
এদিকে দেশটিতে মৃত্যুর হারও বেড়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে কোন বছরের তুলনায় মোট জনসংখ্যার প্রায় ৪ লাখ ৪৮ হাজার মানুষ মারা গেছে। এর মধ্যে ২০১৭ সালেই ৫৪ হাজার।
জাপান একটি "অতি বৃদ্ধ" জাতি হিসাবে পরিচিত। এর মানে এখানে মোট জনসংখ্যার ২০ শতাংশেরও বেশি মানুষ ৬৫ বছরের বেশি বয়সী। দেশের মোট জনসংখ্যা এই বছর ১২৪ মিলিয়ন দাঁড়িয়েছে, তবে ২০৬৫ সালের মধ্যে এটি প্রায় ৮৮ মিলিয়নে নেমে আসতে পারে।
বিডি প্রতিদিন/হিমেল