যুক্তরাষ্ট্র সরকারের হেফাজতে গুয়েতমালার আট বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। দেশটির অভিবাসন কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। শিশুটির নাম ফেলিপে আলোঞ্জো-গোমেজ।
যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত অতিক্রম করে আটক হওয়ার পর এই মাসে এটি দ্বিতীয় অভিবাসী শিশুর মৃত্যুর ঘটনা। এর আগে জাকেলিন চাল নামে গুয়েতমালার আরও এক শিশুকে আটক করেছিল মার্কিন সরকার। বিচারের আওতায় নেয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় 'তদন্ত' হবে জানিয়ে ট্রেক্সাসের কংগ্রেসম্যান জাওকুইন ক্যাস্ত্রো বলেছেন, অভিবাসী ও আশ্রয় প্রার্থীদের মানবিক মর্যাদা আমাদের নিশ্চিত করতে হবে। যুক্তরাষ্ট্র সরকারের অধীনে আটকদের চিকিৎসা সহায়তা দিতে হবে।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/ফারজানা