ইতালির সিসিলিতে বছর শেষে ভয়ানক বিপত্তি দেখা দিলো। গত শনিবার থেকেই মাউন্ট এটনা আগ্নেয়গিরি থেকে লাভা ও ছাই নির্গত হচ্ছিল। কিন্তু আসল বিপত্তি ঘটলো বুধবার ভোর রাতে।
জানা গেছে, গত বুধবার ভোর ৩:১৯ মিনিটে ইতালির সিসিলি দ্বীপটি হঠাৎই কেঁপে ওঠে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৮। সেই সঙ্গে আরও জানা যায় যে, প্রায় ১০০০ বার কম্পন হয় সেদিন। যদিও তার বেশিরভাগই বোঝা যায়নি।
খবর অনুযায়ী, ভূমিকম্পে ১০ জন গুরুতর আহত হয়েছেন। প্যানিক অ্যাটাকে আক্রান্ত হয়ে ১৮ জন চিকিৎসাধীন রয়েছেন। বেশ কিছু বাড়ি-ঘরে ফাটল দেখা দিয়েছে, ভেঙে পড়েছে সান্তা ভেনেরিনা চার্চের ম্যাডোনা মূর্তিটিও। বর্তমানে প্রায় ৬০০ মানুষ নিজেদের বাড়ি ছেড়ে চলে গেছেন।
ইতালির তিনটি জীবন্ত আগ্নেরগিরির মধ্যে মাউন্ট এটনা সর্ববৃহৎ। এবং চলতি বছরের জুলাই থেকেই এই আগ্নেয়গিরি থেকে ছাই, ধোঁয়া, পাথর বের হচ্ছে। প্রসঙ্গত, এটনার অগ্নুৎপাতের ইতিহাস পাওয়া যায় খ্রিস্টপূর্ব ১৫০০ সাল থেকে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত