সামরিক শক্তিতে ক্ষমতাধর দেশগুলোর মধ্যে রাশিয়া অন্যতম। তারই জের ধরে বুধবার নতুন হাইপারসনিক মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে দেশটি। এ হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি শব্দের চেয়ে ২০ গুণ বেশি গতিতে চলতে সক্ষম। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে পুতিন এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা লাইভ দেখেন বলে আল-জাজিরার খবরে জানানো হয়েছে।
এ ব্যাপারে ক্রেমলিনের দাবি, ক্ষেপণাস্ত্রটি রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় উরাল পর্বতমালায় অনস্থিত দমবরোভস্কি ক্ষেপণাস্ত্র ঘাঁটি থেকে উৎক্ষেপণ করা হয়। প্রায় ৬ হাজার কিলোমিটার দূরে অবস্থিত কামচাটকার এক পরীক্ষা কেন্দ্রে রাখা লক্ষে এটি সঠিকভাবে আঘাত হানতে সক্ষম হয়।
সামরিক কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্যে পুতিন বলেন, ‘এটা বড় ধরণের সফলতা এবং জাতির জন্য নতুন বছরের চমৎকার উপহার। আগামী বছর থেকে সামরিক বাহিনীর কৌশলগত ক্ষেপণাস্ত্র শাখায় এর মোতায়েন শুরু হবে।’
এ সময় পুতিন দাবি করেন, এই ক্ষেপণাস্ত্র আটকানো সম্ভব না এবং আগামী দশকগুলোতে দেশের নিরাপত্তা নিশ্চিত করবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ