ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই নগরীতে একটি আবাসিক ভবনের ভিতরে বৃহস্পতিবার আগুন ছড়িয়ে পড়ায় কমপক্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে। মুম্বাইয়ের তিলক নগরের গণেশ গার্ডেনের কাছে সরগম সোসাইটির ১৫ তলা বিশিষ্ট একটি ভবনে এ অগ্নিকাণ্ড ঘটে বলে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে। খবর সিনহুয়ার।
এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘চেম্বুরের তিলক নগরে সরগম হাউজিং সোসাইটির একটি উঁচু ভবনে বৃহস্পতিবার আগুন ছড়িয়ে পড়ে। পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে। এ পর্যন্ত আমরা এ ঘটনায় হতাহতের প্রকৃত সংখ্যা জানতে পারিনি।’
তবে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, এ আগুনে পাঁচজনের মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম