সৌদি আরবের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার অভিযোগে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলো রাশিয়া। রাশিয়া জানায়, সৌদি রাজা সালমানের স্থলাভিষিক্ত হওয়ার ‘পূর্ণ অধিকার’ দেশটির যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের রয়েছে।
রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ প্রতিনিধি মিখাইল বোগদানোভ মস্কোয় এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।
সেই সঙ্গে যুবরাজের এই অধিকার ব্যবহার প্রশ্নে মার্কিন হস্তক্ষেপের ব্যাপারেও সতর্ক করে দিয়েছে রাশিয়া।
মিখাইল বলেন, রাজা সালমান বিন আব্দুল আজিজের মৃত্যুর পর যুবরাজ সালমান ক্ষমতায় বসবেন কিনা সেটা একান্ত সৌদি আরবের ব্যাপার। শুধুমাত্র সৌদি আরব ও তাদের জনগণ এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন। যুক্তরাষ্ট্রের এখানে নাক গলানোর কিছু নেই। তথ্যসূত্র: দ্য ইকোনোমিক টাইমস।
বিডি প্রতিদিন/কালাম