এখনো সুনামির আঘাত কাটিয়ে উঠতে পারেনি ইন্দোনেশিয়া। এরই মধ্যে দেশটির পূর্বাঞ্চলে আঘাত হেনেছে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প। প্রায় ছয় সেকেন্ড ধরে কম্পন অনুভব করেছেন দেশটির মানোকোয়ারি সেলাতান এলাকার মানুষ।
শুক্রবার দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ পশ্চিম পানামার মানোকোয়ারির শহরের কাছে ভূমিকম্প আঘাত হানে। এ সময় আতঙ্কিত লোকজনকে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে দেখা যায়। তাৎক্ষণিক এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
ইন্দোনেশিয়ার আবহাওয়া দফতর জানিয়েছে, আঘাত হানা ভূমিকম্প থেকে সুনামি হওয়ার কোনো আশঙ্কা নেই। ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ২। বেশ কয়েক সেকেন্ড ধরেই তীব্র কম্পন অনুভূত হয়েছে। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৮।
এর আগে গত শনিবার আনাক ক্রাকাতাউ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে সৃষ্ট সুনামির আঘাতে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে ইন্দোনেশিয়া। সুনামির আঘাতে এখন পর্যন্ত প্রায় ৪৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন