মহাসড়কে ইমারজেন্সি ল্যান্ডিং করেই প্রকৃতির ডাকে গেলেন ওই প্লেনের পাইলট! ঘটনাটি ঘটেছে আমেরিকার আলাবামা হাইওয়েতে। এই ঘটনার ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।
জানা যায়, এক ইঞ্জিনের ওই ছোট প্লেনটি চালাচ্ছিলেন একজন শিক্ষানুবিশ পাইলট। প্লেনটিতে তার সঙ্গে ছিলেন অভিজ্ঞ পাইলট। আলাবামার তাল্লাডেগা মিউনিসিপ্যাল বিমানবন্দর থেকে দু’জন ওই প্লেনটি ওড়ান। কিছু দূর যেতেই ইঞ্জিনে গোলযোগ দেখা দেয়। তখনই অত্যন্ত দক্ষতার সঙ্গে আমেরিকার আলাবামার হাইওয়েতে প্লেনটির ইমারজেন্সি ল্যান্ডিং করান তারা।
ভিডিওতে দেখা গেছে, প্লেনটির ভেতর থেকে পাইলট বের হয়ে প্রাকৃতিক কর্ম সারতে সোজা চলে গেলেন রাস্তার পাশে মাঠে। ততক্ষণে আশেপাশে অনেক গাড়ি দাঁড়িয়ে পড়েছে। আর এই ভিডিওটি ধারণ করে নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করেন প্লেনটির পেছনে আটকে পড়া একটি গাড়ির যাত্রী।
বিডি প্রতিদিন/এ মজুমদার