ব্রিটেন জুড়ে নিজ নিজ কর্মক্ষেত্রে অসাধারণ অবদান রাখার জন্য এ বছর বেশ কয়েকজন নাইটহুড পেয়েছেন। ২৯ ডিসেম্বর ব্রিটেন সরকার এসব সম্মানিত ব্যক্তিদের তালিকা প্রকাশ করেছে।
নাইটহুড পেয়েছেন অভিনেত্রী-গায়িকা লেসলি লওসন, সদ্য অবসরে যাওয়া ক্রিকেটার অ্যালিস্টার কুক, লেখক ফিলিপ পুলম্যান ও ডা: জেরেমি ফারার।
এছাড়া অফিসার অব দ্য অর্ডার অব ব্রিটিশ এম্পায়ার নির্বাচিত হয়েছেন ব্রিটিশ ফুটবল কোচ গ্যারেথ সাউথগেট ও ট্যুর ডি ফ্রান্স জয়ী জেরেইন্ট থমাস। মেম্বার অব দ্য অর্ডার অব ব্রিটিশ এম্পায়ার নির্বাচিত হয়েছেন ব্রিটিশ ফুটবল অধিনায়ক হ্যারি কেন ও প্যারাঅলিম্পিক হেড কোচ পাওলা দুন।
এছাড়া কমান্ডার অব দ্য অর্ডার অব ব্রিটিশ এম্পায়ার হয়েছেন নির্মাতা ক্রিস্টোফার নোলান, অভিনেত্রী সোফি ওকোনেডো, সঙ্গীতশিল্পী নিকোলা বেনেদেট্টি ওলেখক জুলিয়া ডোনাল্ডসন, সাংবাদিক ক্রিস প্যাকহ্যাম।
সূত্র: ব্রিটিশ সরকারের ওয়েবসাইট
বিডি প্রতিদিন/ফারজানা