অবশেষে চীনে গ্রেফতার হওয়া কানাডিয়ান নাগরিক সারাহ ম্যাকেভার মুক্তি পেয়েছেন। শুক্রবার কানাডা সরকারের একজন মুখপাত্র এ কথা জানিয়েছেন। চলতি মাসে তাকে গ্রেফতার করা হয়। সারাহ ম্যাকেভার কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরেছেন। সারাহ ম্যাকেভার পেশায় একজন শিক্ষক।
তবে কানাডার ওই মুখপাত্র কবে মুক্তি পেয়ে দেশে ফিরেছেন সে বিষয়ে কিছু জানাননি। চলতি মাসে চীনে গ্রেফতারকৃত তৃতীয় কানাডিয়ান নাগরিক হলেন সারাহ ম্যাকেভার। এর আগে দুজন কানাডিয়ানকে গ্রেফতার করে চীন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন