ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী-আইআরজিসি'র উপ-প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন সালামি বলেছেন, সিরিয়া থেকে মার্কিন সেনা সরিয়ে নেয়ার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত এ অঞ্চলে ওয়াশিংটনের পরাজয়ের নিদর্শন।
শনিবার তিনি বলেন, ট্রাম্পের এ সিদ্ধান্তের মাধ্যমে এটাই প্রমাণিত হচ্ছে ওয়াশিংটন নিশ্চিতভাবে পিছু হটেছে, পরাজিত হয়েছে এবং এ অঞ্চলে মার্কিন নীতি ও কৌশলের কবর রচিত হয়েছে।
'৪০ বছরের ষড়যন্ত্র এবং ৪০ বছরের প্রতিরোধ' শীর্ষক সম্মেলনের অবকাশে জেনারেল সালামি বলেন, আমেরিকা এ অঞ্চলে ৭ ট্রিলিয়ন বা ৭ লাখ কোটি ডলার খরচ করার দাবি করছে এবং কোনো ধরনের অর্জন ছাড়াই তারা এ অঞ্চল ত্যাগ করছে।
গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক গোপন ইরাক সফর এবং এ সফরে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার স্বীকারুক্তি প্রসঙ্গে সালামি বলেন, "খুবই দুঃখজনক যে আপনার দেশ পশ্চিম এশিয়ায় ৭ ট্রিলিয়ন খরচ করেছে। অথচ ইরাকের ভূখণ্ডে নিরাপদে নামতে আপনাকে পৃথিবীর সর্বোত্তম সরঞ্জামসহ বিশাল বিমান বহরের আশ্রয় নিতে হলো!
সিরিয়ায় তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াইয়ে মার্কিন বাহিনী জয়লাভ করায় দেশটি থেকে নিজ দেশের সৈন্যদের ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছেন ট্রাম্প।
বিডি প্রতিদিন/৩০ ডিসেম্বর ২০১৮/আরাফাত