আবারও অগ্নুৎপাত শুরু করেছে ইন্দোনেশিয়ার বালি দ্বীপের মাউন্ট আগুং আগ্নেয়গিরি। আগ্নেয়গিরি পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, রবিবার সকাল থেকে এ অগ্নুৎপাত শুরু হয়েছে। বিপজ্জনক এলাকা এড়িয়ে চলার জন্য স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের প্রতি সতর্কতা জারি করা হয়েছে।
এ ব্যাপারে ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি পর্যবেক্ষণ সংস্থা এক বিৃবতিতে জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৪ টা ৯ মিনিটে অগ্নুৎপাত শুরু হয়েছে। তবে ঘন কুয়াশার কারণে কতটুকু ছাই নির্গত হচ্ছে তা নির্ণয় করা যায়নি। সিসমোগ্রাফে নির্গতের মাত্রা সর্বোচ্চ ২২ মিলিমিটার এবং সময় তিন মিনিট আট সেকেন্ড রেকর্ড করা হয়েছে।
এদিকে দ্য ভলকানোলজি অ্যান্ড জিওলজিক্যাল ডিসাস্টার মিটিগেশন সেন্টার (পিভিএমবিজি) জানিয়েছে, মাউন্ট আগুংয়ে এখন তিন নম্বর সতর্কতা চলছে। চার মাত্রার সতর্কতার মধ্যে এটি সর্বোচ্চ দ্বিতীয় ম মাত্রার সতর্কতা। আগ্নেয়গিরির সর্বোচ্চ চূড়া থেকে চারপাশের ৪ কিলোমিটার এলাকাকে বিপজ্জনক এলাকা হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ