আফগান সরকারের সঙ্গে আলোচনার জন্য কোন বৈঠকে বসতে অস্বীকার করেছে তালেবান। সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম দাবি করেছিল যে, সৌদি আরবের জেদ্দায় আফগান সরকারের প্রতিনিধি দলের সঙ্গে তালেবানের একটি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। কিন্তু তালেবানের পক্ষ থেকে এ খবর প্রত্যাখ্যান করা হয়েছে।
তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, আফগান সরকারের সঙ্গে বৈঠকের খবর ভিত্তিহীন। এসবের কোন সত্যতা নেই।
বিডি প্রতিদিন/এ মজুমদার