রাডার ফাঁকি দিতে এমন ক্ষেপনাত্রবাহী স্পিডবোট আনতে যাচ্ছে ইরান। পারস্য উপসাগরে এই স্পিডবোট ব্যবহার করবে দেশটি। স্টিলথ টেকনোলজির পাশাপাশি এতে নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপকও যুক্ত করতে চায় ইরান। খবর বিজনেস ইনসাইডারের।
এমন এক সময় ইরান নিজেদের প্রযুক্তি বাড়ানোর খবর দিল, যখন তেলবাহী জাহাজের ওই গুরুত্বপূর্ণ রুটে ওয়াশিংটনের সঙ্গে তাদের উত্তেজনা বাড়ছে।
এ অঞ্চলে মার্কিন রণতরীর দীর্ঘ অনুপস্থিতির পর গত সপ্তাহে ইউএসএস জন সি. স্টেনিস পারস্য উপসাগরে প্রবেশ করেছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর স্পিডবোট যাতে ছায়ার মতো নজর রেখেছে।
এ উপসাগরে মার্কিন সামরিক বাহিনী ও বিপ্লবী গার্ড বাহিনীর নৌযানের মধ্যে প্রায়ই মুখোমুখি হওয়ার ঘটনা ঘটত। তবে সাম্প্রতিক কয়েক মাসে এমন ঘটনার সংখ্যা খুবই কমে গেছে।
বিপ্লবী গার্ড বাহিনীর নৌ প্রধান আলী রেজা তাংসিরি বলেন, আমরা বিপ্লবী গার্ডের ক্ষিপ্রতা বাড়াতে চাই। এ জন্য অভিযানকে আরও সহজতর করতে এতে স্টেলথ প্রযুক্তি যোগ করতে যাচ্ছি।
তিনি বলেন, ক্ষেপণাস্ত্র সজ্জিত এ স্পিডবোট ঘণ্টায় ৮০ নটিকাল মাইল গতিতে চলতে পারবে।
তবে ইতোমধ্যে তারা এমন প্রযুক্তি তৈরি করতে পেরেছেন, নাকি এ নিয়ে গবেষণা চলছে তা নিশ্চিত করেননি তিনি।
যুদ্ধবিমান ও নৌযানের জন্য নিজস্ব স্টেলথ প্রযুক্তির বিকাশের কথা জানিয়েছে ইরান।
মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি বলেন, শান্তি ও স্থিতির নীতির পাশাপাশি ইরানের আঞ্চলিক শত্রুদের এ বিষয়টিও জানা উচিত যে ইরানের একটি শক্তিশালী সামরিক বাহিনী আছে। তারা ইরান ভূখণ্ডের অখণ্ডতা রক্ষায় প্রস্তুত।
বিডি প্রতিদিন/কালাম