আরব দেশগুলো ইরান ও ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ে ইসরাইলকে ‘অপরিহার্য মিত্র’ মনে করে ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সোমবার রিও সফরকালে ব্রাজিলের গ্লোবো টিভিকে তিনি।
নেতানিয়াহু বলেন, ‘এটা আরব বিশ্বের সঙ্গে ইসরাইলের সম্পর্কের ক্ষেত্রে একটি বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করেছে।’
সিরিয়ায় ইরানের লক্ষ্যবস্তুতে ইসরাইলের বিমান হামলা জোরদারের পর এই মন্তব্য করেন তিনি।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আকস্মিকভাবে সিরিয়া থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন যা ইসরাইলের জন্য খুব একটা সুখকর বিষয় নয়। খবর বার্তা সংস্থা এএফপি’র।
নেতানিয়াহু বারবার সতর্ক করছেন যে ইসরাইলকে ধ্বংসের উদ্দেশ্যে ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ইসরাইলি প্রধানমন্ত্রী বলেন, ইসরাইল ইরানের নেতৃত্বে উগ্রপন্থী শিয়াদের দ্বারা পরিচালিত চরমপন্থী ইসলাম, সহিংস ইসলাম এবং উগ্রপন্থী সুন্নি নেতৃত্বাধীন ডায়েশ (আইএস) ও আল-কায়েদার বিরুদ্ধে সক্রিয়ভাবে লড়াই করেছে।’
নেতানিয়াহু আরও বলেন, ‘এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে আমরা ফিলিস্তিনীদের সঙ্গে সম্পর্কের উন্নয়ন ঘটাতে পারিনি। তাদের অর্ধেক ইতোমধ্যেই ইরান ও চরমপন্থী ইসলামের বন্দুকের নিচে আশ্রয় নিয়েছে।’
যদি কখনো ইরানের কোন নেতার সঙ্গে শান্তি আলোচনায় বসার প্রস্তাব পান তখন কি করবেন-এমন প্রশ্নের জবাবে নেতানিয়াহু বলেন, ‘ইরান যদি আমাদের ধ্বংস করার প্রত্যয়ে অনড় থাকে, তবে আমার উত্তর হবে-‘না’।’
তিনি বলেন, একমাত্র ইরান যদি সার্বিকভাবে নিজেকে পরিবর্তন করে, তবেই শুধু তাদের সঙ্গে আলোচনায় বসার ব্যাপারে বিবেচনা করা যেতে পারে।’
মঙ্গলবার ইসরাইলপন্থী হিসেবে পরিচিত ব্রাজিলের নবনির্বাচিত প্রেসিডেন্ট জেইয়ার বোলসোনারো’র অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে নেতানিয়াহু ব্রাজিলে অবস্থান করেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম