তার শান্তি আলোচনার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার জন্য ভারতকেই দায়ী করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘দুটি পরমাণু শক্তিধর দেশের কখনওই যুদ্ধের কথা চিন্তা করা উচিত নয়। দুটি পরমাণু অস্ত্রধারী দেশের পরস্পরের মধ্যে লড়াই বেঁধে যাওয়া আসলে আত্মহত্যা করার সামিল।’
পাকিস্তানের বিরুদ্ধে বরাবর সন্ত্রাসে মদত দেওয়া এবং পাকিস্তানের মাটিকে ব্যবহার করে ভারতে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানোর অভিযোগ করছে ভারত। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং সাধারণ অধিবেশনেও একই অভিযোগ করেছে দিল্লি। কিন্তু বারবারই সেই অভিযোগ অস্বীকার করেছে ইসলামাবাদ।
ইমরান প্রধানমন্ত্রী হয়েই বলেছিলেন, ভারত শান্তি স্থাপনের জন্য একটা পদক্ষেপ করলে তারা দুটো পদক্ষেপ করবেন। ওই সাক্ষাৎকারে ইমরান ফের সেই প্রসঙ্গ তুলে বলেন, ‘ভারতকে একটা পদক্ষেপ নিতে আহ্বান করা হয়েছিল। তাহলে আমরা দুটো পদক্ষেপ করতাম। কিন্তু ভারত বারবার পাকিস্তানের আহ্বান নাকচ করেছে।’
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ তাফসীর