ভারতের জম্মু-কাশ্মীরে সস্ত্রাস বিরোধী অভিযানে ২ জঙ্গি নিহত হয়েছেন। শনিবার দক্ষিণ কাশ্মীরের কুলগামে সেনা-জঙ্গিদের মধ্যে তীব্র গোলাগুলি শুরু হয়। এতে করে দুই জঙ্গিকে হত্যা করে ভারতীয় সেনা বাহিনীর সদস্যরা।
নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তল্লাশি শুরু করে দেশটির নিরাপত্তা বাহিনী। প্রথম থেকেই স্থানীয়রা বাধা হয়ে দাঁড়ায়। নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথর ও ইট ছুঁড়তে শুরু করে তারা। বিক্ষোভকারীদের দমাতে টিয়ার গ্যাস ব্যবহার করা হয়। এদিকে জঙ্গিরা যাতে পালিয়ে না যায় তার জন্য পুরো এলাকা ঘিরে রাখে দেশটির নিরাপত্তা বাহিনী। তারপর শুরু হয় বন্দুকযুদ্ধ। ভারতীয় সেনাদের আক্রমণাত্মক হামলার মুখে অবশেষে পিছু হঠতে শুরু করে জঙ্গিরা।
এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে ওই সীমান্ত এলাকায়। এতে বাড়ানো হয় নিরাপত্তা। একই সঙ্গে ভারতীয় সেনাবাহিনীতে হাই-অ্যালার্টও জারি করা হয়েছে। কলকাতা টুয়েন্টিফোর।
বিডি প্রতিদিন/এ মজুমদার